‘বাজেটে কালো টাকা সাদা করা লুটপাটতন্ত্রের সবচেয়ে দৃশ্যমান পদক্ষেপ’

সমাজচিন্তক ও গবেষক ফরহাদ মজহার
সমাজচিন্তক ও গবেষক ফরহাদ মজহার | ছবি: সংগৃহীত
0

বাজেটে কালো টাকা সাদা করা লুটপাটতন্ত্রের সবচেয়ে দৃশ্যমান পদক্ষেপ বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। আজ (বৃহস্পতিবার, ১৯ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজের বাজেট সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

এসময় তিনি জানান, অন্তর্বর্তী সরকারের কাছে বেশি আশা করা না গেলেও ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট একটা দিক-নির্দেশক বাজেট হলে বেশি গ্রহণযোগ্য হতো।

ফরহাদ মজহার বলেন, ‘দেশের প্রতিরক্ষার জন্য কোনো স্পষ্ট বাজেট উল্লেখ করা নেই। প্রতিরক্ষায় কোথায় কত ব্যয় হচ্ছে তা গোপন না রেখে প্রকাশ করা উচিত।’ 

এসময় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘দেশের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে বাজেট ঘোষণা করা অন্তর্বর্তী সরকারের উচিৎ হয়নি। বাজেটে কালো টাকাকে সাদা করার সুযোগ করে দেয়া হয়েছে, এটি প্রত্যাহার করা উচিৎ। এটি অনৈতিক ও অগ্রহণযোগ্য।’

এসএইচ