‘স্থলবন্দরগুলোর মতো নদীবন্দরগুলোকে পর্যায়ক্রমে ব্যক্তি মালিকানায় দেয়া হবে’

নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন
নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন | ছবি: সংগৃহীত
2

স্থলবন্দরগুলোর মতো নদীবন্দরগুলোকে পর্যায়ক্রমে ব্যক্তি মালিকানায় দেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘অলাভজনক হওয়ায় ৪টি স্থলবন্দর বন্ধ করেছে সরকার, পর্যায়ক্রমে আরও ৪টি বন্ধ করা হবে।’

আজ (শনিবার, ৯ আগস্ট) বেলা ১১টায় হিলি স্থলবন্দর পরিদর্শন ও বন্দরের অংশীজন,ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে সাংবাদিকের এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘সব বন্দর সরকারের নিয়ন্ত্রণে থাকলে উন্নয়ন করা সম্ভব হবে না। তাই কিছু বন্দর ব্যক্তি মালিকানায় দেয়া আছে।’

উপদেষ্টা বলেন, ‘দেশের বেশকিছু স্থলবন্দরের উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। ব্যবসায়ীদের থেকে উঠে আসা হিলি স্থলবন্দরের অব্যবস্থাপনা বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ চেয়ারম্যানকে দেয়া হবে।’

বন্দর পরিদর্শনকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান, বাংলাদেশ রাজস্ব বোর্ডের রংপুর বিভাগীয় কমিশনার অরুণ কুমার বিশ্বাস, হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার এ এস এম আকরাম সম্রাট, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল দৌলাসহ হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ও পানামা পোর্ট লিংক লিমিটেডের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সেজু