বাড়েনি ব্যক্তি করমুক্ত আয়ের সীমা; পরের দুই অর্থবছরে ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণ

বাজেট ২০২৫-২৬
বাজেট ২০২৫-২৬ | ছবি: এখন টিভি
1

২০২৫-২৬ অর্থবছরের জন্য সাড়ে তিন লাখ টাকাতেই অপরিবর্তিত থাকছে করমুক্ত আয়সীমা। তবে পরবর্তী বছরে তা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার করা হবে। প্রস্তাবিত বাজেট ঘোষণায় প্রথমবারের মতো তিন বছরের করনীতি ঘোষণা করলেন অর্থ উপদেষ্টা। যেখানে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে।

আজ (সোমবার, ২ জুন) বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের প্রস্তাবিত বাজেটে এ করমুক্ত আয়সীমা উল্লেখ করা হয়।

প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, “২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তিন লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছে। গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত ‘জুলাই যোদ্ধা’ করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা পাঁচ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে।”

এছাড়া বর্তমানে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে মোট আয় করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে ন্যূনতম করের পরিমাণ এলাকা নির্বিশেষে পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন:

এদিকে নতুন করদাতাদের ন্যূনতম করের পরিমাণ এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে কর দেয়ার ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে। কর দেয়া সহজ করার জন্য লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে দুই দশমিক পাঁচ শতাংশ করহার সুবিধা প্রাপ্তির শর্ত শিথিল করা হয়েছে। আয়, ব্যয় ও বিনিয়োগের পরিবর্তে কেবল সব প্রকার আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করার শর্ত আরোপ করা হয়েছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে।

এছাড়া বাজেটে পুঁজিবাজারে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা মার্চেন্ট ব্যাংকের করহার ৩৭ দশমিক পাঁচ শতাংশ থেকে কমিয়ে ২৭ দশমিক পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এসএস