আজ (সোমবার, ২ জুন) বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের প্রস্তাবিত বাজেটে এ করমুক্ত আয়সীমা উল্লেখ করা হয়।
প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের জন্য সাড়ে তিন লাখ টাকাতেই অপরিবর্তিত থাকছে করমুক্ত আয়সীমা। তবে পরবর্তী বছরে তা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার করা হবে বলে বাজেটে উল্লেখ রয়েছে।
আরো পড়ুন:
প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, “২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তিন লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছে। গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত ‘জুলাই যোদ্ধা’ করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা পাঁচ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে।”