চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ

চট্টগ্রাম বন্দরের একটি অংশ
চট্টগ্রাম বন্দরের একটি অংশ | ছবি: সংগৃহীত
0

টানা বৃষ্টি আর সাগর উত্তাল থাকায় দেশের সব সমুদ্র বন্দরে চলছে তিন নম্বর সতর্ক সংকেত। উত্তাল ঢেউয়ের কারণে গত তিন দিন ধরে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস। এতে আটকা পড়েছে পণ্য নিয়ে আসা প্রায় ৯৭টি জাহাজ।

এর মধ্যে আছে ২৪টি সিমেন্ট ক্লিংকার, ৩টি সার, ২টি চিনি ও ৮টি খাদ্যশস্য বাহী জাহাজ। বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরের বহির্নোঙরে আসা বিদেশি জাহাজ থেকে লাইটার জাহাজ পণ্য নিয়ে দেশের নানা প্রান্তে চলে যায়।

বেশিরভাগ জাহাজ কারখানার কাঁচামাল পরিবহন করে। তবে বৈরী আবহাওয়ায় দুর্ঘটনার শঙ্কায় লাইটার জাহাজ সাগরে যেতে পারছে না। ফলে গত তিন দিন পণ্য খালাস বন্ধ আছে। একইসাথে ব্যাহত হচ্ছে বন্দর থেকে সারাদেশে পণ্য পরিবহনও। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পণ্য পরিবহন ব্যাহত হলে বাড়তি লোকসান গুনতে হয় আমদানিকারকদের।

এএইচ