সংবর্ধনা দিয়েছে ঢাকা মহানগর পূর্ব ইসলামী ছাত্রশিবির। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নৈতিক ও মানবিক শিক্ষার চর্চার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘শুধু পেশাগত বা দুনিয়াবি শিক্ষা নয়- মানবিক ও নৈতিক শিক্ষার দিকেও মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের।’
তিনি বলেন, ‘তথ্য-প্রযুক্তির নেতিবাচক দিক এড়িয়ে এর ইতিবাচক ব্যবহার নিশ্চিত করলেই ভবিষ্যৎ প্রজন্ম হবে দক্ষ ও আদর্শ নাগরিক।’
এসময় তিনি ইসলামী ছাত্রশিবির সম্পর্কে প্রচলিত নানা ভুল ধারণা বা প্রোপাগান্ডা থেকে দূরে থাকার আহ্বান জানান এবং সংগঠনটিকে নৈতিক শিক্ষার একটি মাধ্যম হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতারা।