গতকাল (সোমবার, ১৮ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আশ্বাসে দু’জন শিক্ষার্থী আন্দোলন থেকে নিজেদের সরিয়ে নিলেও কয়েকজন রয়েছেন অনড় অবস্থানে। কর্মসূচির ৪৮ পেরিয়ে গেলেও দফায় দফায় বিভিন্ন আশ্বাসেও অনশন ভাঙাতে পারেনি বেরোবি প্রশাসন।
আরও পড়ুন:
তবে উপাচার্য জানিয়েছেন সংকট সমাধানে দ্রুত সময়ের মধ্যে বৈঠকে বসবে ইউজিসি গঠিত কমিটি। এরপর আইন সংশোধন হলে সেপ্টেম্বরে নির্বাচনের আয়োজন সম্ভব বলে জানিয়েছেন তিনি।
এদিকে, বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বিভক্তির সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের চাওয়া ১০ দিনের সময়ের প্রতি সম্মতি জানানো একটি অংশ ঘোষণা দিয়েছে কেবল অবস্থান কর্মসূচির। অনশনের ঘটনায় অসুস্থ তিন জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।