সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুব আলী। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আল-ফিকহ্ এন্ড ল বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাফি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকারিয়া হোসাইন।
আরও পড়ুন:
কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের উপস্থিতিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শেষে ইউসুব আলীকে সভাপতি ঘোষণা করে শপথ বাক্য পাঠ করানো হয়। পরে সদস্যদের পরামর্শে তিনি সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়ন দেন।
নবনির্বাচিত সভাপতি ইউসুব আলী জানান, দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করে সততা ও জবাবদিহির সঙ্গে পালন করবেন। তিনি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং নৈতিক ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করার অঙ্গীকার করেন।





