এর আগে, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা তাঁদের সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ করেন।
আরও পড়ুন:
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সরকারি সাত কলেজে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীদের একাংশ নিয়ে গঠিত ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’।
এ বিষয়ে এখনো পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে শিক্ষার্থীদের আশানুরূপ কোনো চূড়ান্ত ও সুস্পষ্ট সিদ্ধান্ত দেয়া হয় নি।





