বৃষ্টিতে পানির নিচে রাজধানীর বহু সড়ক

রাজধানীর সড়ক
রাজধানীর সড়ক | ছবি: এখন টিভি
0

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে নগরে বৃষ্টি ঝরেছে। এতে পানির নিচে তলিয়ে যায় নিউমার্কেট, বেইলিরোড, আরামবাগ, নটরডেম, রাজারবাগসহ বেশকিছু এলাকার প্রধান সড়ক। বৃষ্টিতে নগর জীবনে ভোগান্তি বেড়েছে। দুর্ভোগে বেড়েছে রিকশা, সিএনজি ভাড়া। অনেকেই প্রয়োজনের তাগিদে ছাতা মাথায় কাকভেজা আর জবুথবু হয়ে নিজ গন্তব্যে যেতে দেখা গেছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এই বৃষ্টি আরও দুই তিন দিন স্থায়ী হতে পারে, যে কারণে দিনে এবং রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

জলাবদ্ধতায় ভুক্তভোগীরা জানান, ড্রেনেজ ব্যবস্থায় পাঁচটি সংস্থার তদারকি জোরদার করা উচিত। সঠিক পরিকল্পনার অভাবে এমন দুরবস্থা নগরের।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে ১৯৬ মিলিমিটার, সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগের মাইজদীকোর্টে ২৮৫ মিলিমিটার। আর দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চাঁদপুরে। যা ২৪১ মিলিমিটার। আজও দেশের কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

এসএস