আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এই বৃষ্টি আরও দুই তিন দিন স্থায়ী হতে পারে, যে কারণে দিনে এবং রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
জলাবদ্ধতায় ভুক্তভোগীরা জানান, ড্রেনেজ ব্যবস্থায় পাঁচটি সংস্থার তদারকি জোরদার করা উচিত। সঠিক পরিকল্পনার অভাবে এমন দুরবস্থা নগরের।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে ১৯৬ মিলিমিটার, সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগের মাইজদীকোর্টে ২৮৫ মিলিমিটার। আর দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চাঁদপুরে। যা ২৪১ মিলিমিটার। আজও দেশের কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।