আজ (শনিবার, ১৪ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় আবহাওয়া অধিদপ্তর।
এসময় জানানো হয়, ২৪ ঘণ্টায় ঢাকায় ঝিরিঝিরি বৃষ্টি, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও চট্টগ্রামসহ বেশ কিছু জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ১৬ জুন থেকে সাত দিন টানা বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ।
এছাড়াও সারাদেশে গড়ে জুনে ৪৫৯ মিলিমিটার ও জুলাইয়ে ৫২৩ মিলিমিটার বৃষ্টিপাতে হয়। আবহাওয়া অফিস বলছে, এবারের আষাঢ় মাসে হবে স্বাভাবিক বৃষ্টিপাত। এই আষাঢ় জনজীবনে স্বস্তি নিয়ে আসবে বলেও জানানো হয় আবহাওয়া অফিস থেকে।