রাজশাহীতে ল্যাব টেস্টে ১৫ দিনে করোনায় আক্রান্ত ৩০ জন

করোনায় আক্রান্তদের ল্যাব টেস্ট
করোনায় আক্রান্তদের ল্যাব টেস্ট | ছবি: এখন টিভি
0

রাজশাহীতে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ল্যাব টেস্টে ১৫ দিনে ৩০ জন আক্রান্তের সন্ধান মিলেছে। জরুরি প্রয়োজনে হাসপাতালে প্রস্তুত আছে বিশেষায়িত ওয়ার্ড। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

২০২০ সালের পরেও কোভিডের পরীক্ষা অব্যাহত রেখেছিল রাজশাহী মেডিকেল কলেজ। করোনার উপসর্গ থাকলেই এখানে আর.টি.পি.সি-আর ল্যাবে চলছিল পরীক্ষা-নিরীক্ষা। তাতে করোনা আক্রান্ত রোগী পাওয়া না গেলেও, গেল ২৭ মে ৫টি নমুনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা মিলে একটি।

এরপর থেকে এ পর্যন্ত এক দিনে সর্বনিম্ন ৪ টি ও সর্বোচ্চ ২৫টি নমুনা পরীক্ষা হয়েছে ল্যাবে। তাতে গেল ১৫ দিনে আক্রান্ত পাওয়া গেছে ৩০ জন। গেল ২ মে ১৫টি পরীক্ষায়, চিকিৎসক ও মেডিকেল স্টাফ মিলে আক্রান্ত হয় ৯ জন।

এরপর থেকে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা না বাড়লেও বেড়েছে নমুনা পরীক্ষার সংখ্যা। ১৫ দিনে পরীক্ষা হয়েছে ৯৪টি। উপসর্গ থাকলে দ্রুতই করোনা টেস্টের পরামর্শ দিচ্ছেন চিকিৎসক।

আরো পড়ুন:

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম বলেন, ‘আশা করি রাজশাহী মেডিকেল কলেজ কিটের স্বল্পতায় ভুগবে না। যদি না খুব বেশি মহামারি হয়। এখন যেভাবে হচ্ছে সেভাবে থাকলে আমরা চালিয়ে নিতে পারবো। তবে আতঙ্কের কোনো কারণ দেখছি না। যেই দুটো ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে তাতে তেমন আশঙ্কা নেই।’

দেশে পাওয়া করোনার নতুন সাব ভেরিয়েন্ট নিয়ে এখনি ভীতিকর অবস্থা সৃষ্টি হয়নি। তবে ভারতের কিছু ভেরিয়েন্ট নিয়ে আছে দুশ্চিন্তা। তাতে সরকার সীমান্তে সচেতন থাকবেন এমন প্রত্যাশা চিকিৎসকদের। আর রাজশাহী হাসপাতালে চিকিৎসা দিতে সকল প্রস্তুতি রাখা হয়েছে দাবি সংশ্লিষ্টজনদের।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাহিরে বের হলে মাস্ক পরতে হবে। নিরাপদ দূরত্ব বজায় রাখা। বার বার হাত ধোয়া। ঠান্ডা জনিত উপসর্গ দেখা দিলে টেস্ট করানো।’

রাজশাহী মেডিকেল কলেজে প্রতিদিন করোনার পরীক্ষা হচ্ছে ৫ থেকে ১০ জনের।

সেজু