শুক্রবার (২৫ জুলাই) কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে ১২টি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেয় আয়োজক বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেসের সভাপতি মো. সাইফুদ্দিন। খেলায় অংশগ্রহণকারীদের উৎসাহ যোগাতে টুর্নামেন্টে জুড়ে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন জাতীয় দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ক্রিকেট খেলার এ প্রতিযোগিতার অংশগ্রহণ করতে প্রস্তুতির কথা জানিয়েছেন প্রবাসীরাও।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে খেলা হবে আন্তর্জাতিক মানের তিনটি ভেন্যুতে। পুরো আয়োজন পরিচালিত হবে আইসিসির নিয়ম মেনে এবং দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ মালয়েশিয়ান আম্পায়াররা। ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। বিজয়ী দল পুরস্কার হিসেবে পাবে ৩৫০০ রিঙ্গিত এবং রানার আপ ২০০০ রিঙ্গিত।
এসময় আয়োজনকরা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসীদের একাকিত্ব দূর হওয়ার পাশাপাশি ভ্রাতৃত্ববোধ গড়ে উঠছে।
এদিকে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে সম্মত হয়েছেন বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। একই সঙ্গে মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রেখেছে আয়োজক প্রতিষ্ঠান বিডি স্পোর্টস।
সংবাদ সম্মেলন থেকে, টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের ১৫ আগস্টের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য বলা হয়। এছাড়া খেলা প্রিয় দর্শকদের মাঠে এসে বিনামূল্যে খেলা উপভোগের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। একই সঙ্গে যারা মাঠে আসতে পারবেন না তাদের জন্য ফেইসবুক ও ইউটিউবে সরাসরি প্রতিটি খেলা দেখানোরও ব্যবস্থা রাখা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেসের সহ-সভাপতি মো. রাফিজ রহমান রাসেল, সহ-সভাপতি আব্দুল মোবিন ভূঁইয়া, সহ-সভাপতি সোহাগ আহমেদ, সাধারণ সম্পাদক আলী আজগর মিলন, টুর্নামেন্ট পরিচালক মো. হাফিজুর রহমান, প্রযুক্তি পরিচালক জুবায়ের রহমান।
এছাড়া ম্যাচ, ফিক্সচার, আম্পায়ার ও স্কোরার কমিটির আহ্বায়ক শাহাজাহান আলম, পরিচালক রায়হান, লজিস্টিক পরিচালক মো. ইকবাল হোসেন, লজিস্টিক ম্যানেজার মো. রফিক, মিডিয়া ও জনসংযোগ পরিচালক বাপ্পী কুমার দাসসহ বিভিন্ন দলের অধিনায়ক ও খেলোয়াড়েরা।