ওয়াল স্ট্রিট জার্নালের শনিবারের (১২ জুলাই) প্রতিবেদনে বলা হয়, মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের পাশাপাশি সামাজিক মাধ্যম এক্সের সাথে একীভূত হচ্ছে নতুন এক্স-এআই।
সমন্বিতভাবে এর বাজারমূল্য দাঁড়াবে ১১ হাজার ৩০০ কোটি ডলারে। ওপেন এআইকে টেক্কা দিতে মূলত তড়িঘড়ি এ পদক্ষেপ মাস্কের।