কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন স্টার্টআপে ২০০ কোটি ডলার বিনিয়োগ স্পেসএক্সের

এক্স-এআই
এক্স-এআই | ছবি: সংগৃহীত
0

মার্কিন ধনকুবের ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন স্টার্টআপে ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স।

ওয়াল স্ট্রিট জার্নালের শনিবারের (১২ জুলাই) প্রতিবেদনে বলা হয়, মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের পাশাপাশি সামাজিক মাধ্যম এক্সের সাথে একীভূত হচ্ছে নতুন এক্স-এআই।

সমন্বিতভাবে এর বাজারমূল্য দাঁড়াবে ১১ হাজার ৩০০ কোটি ডলারে। ওপেন এআইকে টেক্কা দিতে মূলত তড়িঘড়ি এ পদক্ষেপ মাস্কের।

সেজু