বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের অ্যারিজোনায় তাদের প্রথম ফ্যাব কারখানায় ইতোমধ্যে উৎপাদন শুরু করেছে। যেখানে উৎপাদন সক্ষমতা ও মান তাইওয়ানের শীর্ষ কারখানার সমতুল্য বলে জানিয়েছে টিএসএমসি।
টিএসএমসির কর্মকর্তারা জানিয়েছেন, অ্যারিজোনায় অতিরিক্ত জমি কেনা হয়েছে এবং সেখানে একটি বৃহৎ ‘গিগাফ্যাব ক্লাস্টার’ তৈরির পরিকল্পনাও রয়েছে।
আরও পড়ুন:
কোম্পানির পক্ষ থেকে আরও বলা হয়, আগামী বছরে মূলধনী ব্যয় ২০২৫ সালের তুলনায় ৩০ শতাংশের বাড়তে পারে। এমন এক মুহূর্তে বিনিয়োগের এ সিদ্ধান্ত এসেছে যখন যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে বাণিজ্য চুক্তির ফলে শুল্ক কমানো হয়েছে। তবে টিএসএমসির দাবি, মূলত গ্রাহকের চাহিদার কারণেই তাদের বিনিয়োগ বাড়ানো সিদ্ধান্তের এসেছে।





