স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া | ছবি: সংগৃহীত
0

আবারও পূর্ব উপকূলে স্বল্পপাল্লার কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া— এমন দাবি করে দক্ষিণ কোরিয়া বলছে, স্বল্পপাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো আজ (বৃহস্পতিবার, ৮ মে) পূর্ব উপকূলীয় শহর ওনসান থেকে ছোড়া হয়। ৮০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রে ভূপাতিত হয়।

এই ঘটনার পর যুক্তরাষ্ট্র আর জাপানের সঙ্গে যোগাযোগ করেছে দক্ষিণ কোরিয়া। জাপান সরকারও নিশ্চিত করেছে, মিসাইল উৎক্ষেপণের বিষয়টি। পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়ার জন্য মিসাইলের প্রকল্পই নিষিদ্ধ।

এরপরও সাম্প্রতিক বছরগুলোতে স্বল্প, মধ্যম আর দূরপাল্লার একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং।

সেজু