ইসলামী ঐতিহ্যে এ ‘লাল পতাকা’ সাধারণত শহীদদের প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। বিশেষত শিয়া মতাবলম্বীদের কাছে এটি ইমাম হুসাইন (র.) ও কারবালার শহীদদের স্মরণে এবং প্রতিরোধের প্রতীক হিসেবে দেখানো হয়।
জুমকারান মসজিদটি শিয়া মতাদর্শে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি ইমাম মাহদির (আ.) সঙ্গে সম্পর্কিত একটি স্থান হিসেবে বিবেচিত। এখানে লাল পতাকা উত্তোলন বিরল হলেও অতীতেও বিশেষ পরিস্থিতিতে এটি দেখা গেছে।
আরো পড়ুন:
এর আগে, ২০২০ সালের ৪ জানুয়ারি মার্কিন বাহিনীর হামলায় ইরানের বিপ্লবী গার্ডের কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার ঘটনায় এ লাল পতাকা ওড়ানো হয়েছিল। সোলেইমানি হত্যাকাণ্ডের ‘চরম প্রতিশোধ’ নেয়া হবে উল্লেখ করে সে সময় যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে ‘লাল পতাকা’ ওড়ায় ইরান।
সবশেষ গত বছরের আগস্টে হামাস নেতা ইসমাইল হানিয়ার নিহতের ঘটনায় এই পতাকা উত্তোলন করা হয়েছিলো। আজকে আবারো জুমকারান মসজিদের ওপরে ‘রক্তের প্রতিশোধের লাল পতাকা’ উত্তোলন করলো ইরান। যদিও পতাকা উত্তোলনের মাঝেই আবারো হামলা চালিয়েছে ইসরাইল।
আরো পড়ুন:
এদিকে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরাইলের হামলার পর এখন ইরানের প্রতিশোধের ‘কোনো সীমা’ থাকবে না বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।
ইরানে কয়েক দফা হামলা চালানোর পর ‘প্রতিশোধমূলক প্রতিক্রিয়া’ হিসেবে ইসরাইলের দিকে তেহরান থেকে প্রায় ১শ’টি অ্যাটাক বা আক্রমণাত্মক ড্রোন পাঠানো হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। ড্রোন হামলার আতঙ্কে এরইমধ্যে ইসরাইলজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জারি করা হয়েছে জরুরি অবস্থা।