‘‌‌ট্রাম্প ইরান ও আমেরিকান জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি | ছবি: সংগৃহীত
1

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক টেলিভিশন ভাষণে বলেছেন, এই হামলার মাধ্যমে ট্রাম্প শুধু ইরানই নয়, বরং আমেরিকার জনগণের সাথেও 'বিশ্বাসঘাতকতা' করেছেন। রোববার (২২ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

তিনি বলেন, ‘ট্রাম্প যখন প্রেসিডেন্ট হন, তখন বলেছিলেন তিনি মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধে জড়ানো বন্ধ করবেন। কিন্তু এখন তিনি তা না করে উল্টো আমাদের সঙ্গে কূটনীতির নামে প্রতারণা করেছেন এবং আমেরিকার জনগণকেও ঠকিয়েছেন।’

আব্বাস আরাঘচি বলেন, ‘তিনি এমন একজন যুদ্ধাপরাধীর নির্দেশে কাজ করছেন, যিনি বহুদিন ধরে আমেরিকার মানুষ ও তাদের অর্থ ব্যবহার করে ইসরাইলের স্বার্থে কাজ করে যাচ্ছে।’

আরো পড়ুন:

এ সময় তিনি বলেন, ‘এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন। সেই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, এই হামলার ‘চিরস্থায়ী পরিণতি’ ভোগ করতে হবে।’

ইএ