অভিবাসী ফেরাতে ট্রাম্প প্রশাসনকে সুপ্রিম কোর্টের অনুমতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের দ্রুত ফেরত পাঠাতে ট্রাম্প প্রশাসনকে অনুমতি দিলো মার্কিন সুপ্রিম কোর্ট। দ্বিধাবিভক্ত সর্বোচ্চ আদালতের নতুন নির্দেশনা অনুযায়ী, নিজ দেশ ছাড়া অভিবাসীদের পাঠানো যাবে তৃতীয় দেশেও।

সোমবার (২৩ জুন) এ নির্দেশনা দেন সুপ্রিম কোর্ট। ছয় বিচারপতির মধ্যে তিনজন অভিবাসীদের প্রত্যাবাসন চ্যালেঞ্জ করার সুযোগ বাতিল করেন। আদালতের উদারপন্থী তিন বিচারপতির কেউই এ রায়ে সমর্থন জানাননি। 

ভিন্নমত পোষণ করে ১৯ পৃষ্ঠার নথিতে বিচারপতি সোনিয়া সোটোমায়র জানান, এ পদক্ষেপের ফলে নির্যাতন আর মৃত্যুর ঝুঁকিতে পড়বে লাখো মানুষ।

গেলো মে মাসে সহিংস অপরাধের অভিযোগে অভিযুক্ত আট শরণার্থী ও অভিবাসীকে বিমানে চড়িয়ে দক্ষিণ সুদানে ফেরত পাঠানোর চেষ্টা করে ট্রাম্প প্রশাসন।

তারা ছিলেন মিয়ানমার, ভিয়েতনাম, দক্ষিণ সুদান, কিউবা, মেক্সিকো আর লাওসের নাগরিক। পরে তাদের এক বিচারকের হস্তক্ষেপে জিবৌতিতে মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে নামানো হয়।

এসএইচ