এনডিটিভি জানিয়েছে, উত্তরাখন্ডের উত্তরকাশিতে স্থানীয় সময় আজ (রোববার, ২৯ জুন) ভোরে আকস্মিক পাহাড়ি ঢল ও ভূমিধস হয়।
এতে বিলীন হয়ে যায় নির্মাণাধীন একটি হোটেল প্রাঙ্গণে শ্রমিকদের ক্যাম্পসাইট। ঘটনার সময় সেখানে ১৯ জন শ্রমিক ছিলেন। ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের ১৮ কিলোমিটার দূরে, যমুনা নদীর তীর থেকে উদ্ধার করা হয় দুইজনের মরদেহ।
ভারতের আবহাওয়া বিভাগ সোমবার পর্যন্ত দুইদিনের জন্য সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট জারি করেছে উত্তরাখন্ডে।