সিরিয়া ও লেবাননের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহ ইসরাইলের

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার
ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার | ছবি: সংগৃহীত
0

পুরোনো শত্রু সিরিয়া ও লেবাননের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে ইসরাইল। জেরুজালেমে অস্ট্রিয়ার ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার।

গেল মে মাসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে গিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় সিরিয়াকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানান ট্রাম্প।

এদিকে, সিরিয়ার ওপর থেকে সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞাও তুলে নেয় যুক্তরাষ্ট্র।

এরইমধ্যে ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন সিরিয়ার নতুন ইসলামপন্থি সরকার। তবে গোলান মালভূমি নিয়ে কোনো ছাড় দিতে নারাজ ইসরাইল।

সেজু