দেশটির স্থানীয় সংবাদসংস্থাগুলো বলছে, প্রাথমিক তথ্যানুযায়ী বিমান বিধ্বস্তের ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই। রাশিয়ার আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা এবং ফায়ার সেইফটি সেন্টার সংবাদসংস্থা তাসকে জানিয়েছে, আকাশপথে ঘটনাস্থল পরিদর্শনের সময় জীবিত কোনও ব্যক্তিকে দেখা যায়নি।
ইন্টারফ্যাক্স বলছে, রাশিয়ান উদ্ধারকর্মীরা বিমানের মূল অংশ জ্বলন্ত অবস্থা খুঁজে পেয়েছে। এবং বিমানের ধ্বংসাবশেষ আমুর অঞ্চলে মিলেছে।
জানা যায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা নামে বিমানসংস্থা দ্বারা পরিচালিত এএন-টুয়েন্টিফোর বিমানটি রাশিয়ার ফার ইস্ট অঞ্চল থেকে সাইবেরিয়ার যাওয়ার পর কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাচ্ছিলো। বিমানটির খোঁজে সবধরনের কার্যক্রম পরিচালনা করছে বলে জানায় রুশ এভিয়েশন বিভাগ।