পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার গ্রেপ্তার করা ওই ভুয়া রাষ্ট্রদূতের নাম হর্ষবর্ধন জৈন। বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
জানা গেছে, ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি গাজিয়াবাদে একটা বাড়ি ভাড়া করে সেখান থেকেই ভুয়া দূতাবাস পরিচালনা করছিলেন।
পুলিশ আরো জানিয়েছে, তথাকথিত ওয়েস্টার্কটিকা, সাবোরগা, পলভিয়া এবং লোডোনিয়ার মতো দেশের রাষ্ট্রদূত হিসেবে পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন ওই ব্যক্তি।
গ্রেপ্তারের সময় আপত্তিকর সামগ্রী ও গাড়ি জব্দ করা হয়েছে।