গুয়াতেমালার প্রাচীন আধ্যাত্মিক আয়োজন উড়ন্ত নৃত্য

প্রাচীন আধ্যাত্মিক উড়ন্ত নৃত্য
প্রাচীন আধ্যাত্মিক উড়ন্ত নৃত্য | ছবি: সংগৃহীত
0

গাছে ঝুলে উড়ন্ত নৃত্য। শুনতে অবাক লাগলেও গুয়াতেমালা শহরে চলছে প্রাচীন আধ্যাত্মিক আয়োজন। দশ দিনব্যাপী অনুষ্ঠানের আজ (শুক্রবার, ২৫ জুলাই) শেষ দিনে আনন্দ উৎসবে মেতেছেন স্থানীরাও।

জীবনের ঝুঁকি নিয়ে পাইন গাছের মাথা থেকে দড়ি বেয়ে ঝুলছেন নৃত্যশিল্পীরা। গুয়াতেমালার কিউবুলকোতে ঐতিহ্যবাহী পোশাক পরে করছেন পালো ভোলাডোর নৃত্য।

রীতি অনুযায়ী ২২ মিটার উঁচু পাইন গাছের গুঁড়ি থেকে দড়ি বেঁধে লাফিয়ে লাফিয়ে নামাই এ নাচের বিশেষত্ব। শুধু গাছের উপর থেকেই নয়, গাছের গুড়ির উপর বসেও চলে নান্দনিক নৃত্য। যেখানে অংশ নেন ছেলে বুড়ো সবাই।

আয়োজক ও নৃত্যশিল্পীরা নিজেদের হাজার বছরের পুরনো ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর চলে এ আয়োজন। নান্দনিক ঐতিহ্যবাহী পোশাকে অনুষ্ঠানে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত সকলেই।

নৃত্যশিল্পীদের একজন বলেন, ‘এই নৃত্য গুয়াতেমালার সব বিভাগে নেই, মাত্র ৩-৪টি পৌরসভায় হয়। স্থানীয়রা সব সময় এই মুহূর্তটির জন্য অপেক্ষা করে। এটি অনন্য আয়োজন। আমরা এমন একটি প্রজন্ম যারা একসময় ইতিহাস হয়ে যাবে, এই ঐতিহ্য ধরে রাখতে তরুণদের প্রয়োজন। যাতে এই নৃত্যটি অদৃশ্য না হয়।’

অংশগ্রহণকারীরা এই নৃত্যটি অনেক উপভোগ করে। অনেকে এখন যুক্তরাষ্ট্রে আছেন। তারা আয়োজনে অংশ নিতে না পারলেও আর্থিকভাবে অবদান রাখে।

খ্রিস্টীয় সাধু সান্তিয়াগো অ্যাপোস্টলের সম্মানে গুয়াতেমালায় চলছে ১০ দিনের এ আধ্যাত্মিক অনুষ্ঠান। দেশটির প্রাচীন এই ঐতিহ্য বজায় রাখতে আর্থিক সহায়তা পাঠান যুক্তরাষ্ট্রে বসবাসকারী অনেক প্রাক্তন অংশগ্রহণকারী।

সেজু