আলজাজিরার তথ্যানুযায়ী, যুদ্ধ শুরুর পর এ নিয়ে অপুষ্টিজনিত রোগে ভুগে গাজায় প্রাণ গেলো ১২৭ ফিলিস্তিনির। এদিকে সীমান্ত বন্ধ রাখলেও শনিবার গাজায় বিমান থেকে ত্রাণ ফেলতে শুরু করেছে ইসরাইল। এসময় ত্রাণ নিতে গিয়ে আহত হন অন্তত ১১ জন।
আইডিএফ জানিয়েছে, ত্রাণ সরবরাহ সচল করতে মানবিক করিডোর খুলে দেয়ার প্রস্তুতিও নেয়া হচ্ছে। যদিও ফিলিস্তিনে জাতিসংঘের সহায়তা সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি ইসরাইলের এ পদক্ষেপকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন এবং অবিলম্বে মানবিক করিডোর খুলে গাজায় ত্রাণের ট্রাক প্রবেশ করতে দেয়ার দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে, দ্বিতীয় দফায় গাজায় ত্রাণ নিয়ে আসা ফ্রিডম ফ্লোটিলার হ্যান্ডালা জাহাজ আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করেছে ইসরাইলি নৌ বাহিনী। আটক করা হয়েছে জাহাজে থাকা ২১ ক্রু-কে।