পেহেলগামে হামলায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ নেই: পি চিদাম্বরম

কংগ্রেসের নেতা এবং ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম
কংগ্রেসের নেতা এবং ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম | ছবি: সংগৃহীত
0

পেহেলগামে হামলায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ নেই বলে মন্তব্য করেছেন ভারতের বিরোধীদল কংগ্রেসের নেতা এবং দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রচারিত এক সংবাদে এ তথ্য পাওয়া যায়।

এনডিটিভিতে প্রচারিত সংবাদ অনুযায়ী, চিদাম্বরম এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মোদি সরকার ন্যাশনাল ইন্টিলিজেন্স এজেন্সির তদন্তে কী বেরিয়ে এসেছে তা প্রকাশ করছে না। সন্ত্রাসীরা ভারতীয়ও হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

হামলাকারীরা পাকিস্তান থেকেই এসেছিল— এমন কোনো প্রমাণ নেই বলেও জানান কংগ্রেসের জৈষ্ঠ এ নেতা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলায় ২৬ ভারতীয় পর্যটক নিহত হন। এরপর পাকিস্তানিরা এ হামলা চালিয়েছে বলে দাবি করেছিল মোদি সরকারের।

এসএইচ