যেখানে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৯৮ মাইল এলাকায় অন্তত এক কোটি মানুষকে সর্বোচ্চ স্তরের সতর্কতা পাঠানো সম্ভব ছিল। আর ওই সতর্কবার্তায় নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ৩৫ সেকেন্ড পর্যন্ত সময়ও পাওয়া যেতো।
যদিও সেই সময় গুগল দাবি করেছিল, তাদের অ্যান্ড্রয়েড আর্থকুয়েক অ্যালার্ট সিস্টেম ভালোভাবে কাজ করেছে। ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি তুরস্কে প্রথম ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। স্মরণকালের ভয়াবহ ওই ভূমিকম্পে হাজার হাজার ভবন বিধ্বস্ত হয়ে প্রাণ যায় ৫০ হাজারের বেশি মানুষের।