বিশ্বের সবচেয়ে সুন্দর এবং ঐতিহাসিক ভবনগুলোর মধ্যে একটি হলো এই হোয়াইট হাউজ। তবুও মূল ভবনের প্রবেশপথ থেকে প্রায় ১০০ গজ দূরে তাঁবু স্থাপন করা ছাড়া বিশ্ব নেতা এবং অন্যান্য দেশের সম্মানে বড় কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারে না বিশ্বের মোড়ল খ্যাত যুক্তরাষ্ট্র।
এবার মার্কিন প্রেসিডেন্টের এ দাপ্তরিক বাসভবনে অতিথি আপ্যায়নে ১৫০ বছরের আকাঙ্ক্ষা পূরণ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের সংকট দূর করতে নির্মাণ করা হবে প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের বলরুম।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘আমরা গর্বের সাথে ঘোষণা করছি যে নতুন হোয়াইট হাউস বলরুমের নির্মাণ কাজ শুরু হবে। ১৫০ বছর ধরে প্রেসিডেন্ট, প্রশাসন এবং হোয়াইট হাউজের কর্মীরা হোয়াইট হাউজ কমপ্লেক্সে একটি বৃহৎ অনুষ্ঠান স্থানের জন্য আকাঙ্ক্ষা করে আসছেন। যেখানে বর্তমানের চেয়ে অনেক বেশি অতিথি থাকতে পারবেন। প্রেসিডেন্ট ট্রাম্প ভবিষ্যতের প্রশাসন এবং আমেরিকান জনগণের পক্ষ থেকে এ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ বলরুমটির কাজ শুরু হবে আগামী সেপ্টেম্বরে। খরচ হবে ২০০ মিলিয়ন ডলার। প্রকল্পটির খরচ ট্রাম্প এবং তার অন্যান্য দাতাদের দ্বারা পরিশোধ করা হবে।
এছাড়া বলরুম প্রকল্পটি ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। যেখানে একসঙ্গে ৬৫০ অতিথি বসার সক্ষমতা রাখা হচ্ছে।
বলরুমটি হোয়াইট হাউজের মূল ভবন থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা হলেও এর থিম এবং স্থাপত্য ঐতিহ্য প্রায় একই রাখা হবে। আর এর জন্য এটি নির্মাণে প্রধান স্থপতি হিসেবে ম্যাকক্রি আর্কিটেক্টসকে বেছে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রতিষ্ঠানটি তাদের ধ্রুপদী স্থাপত্য নকশার জন্য বেশ সুপরিচিত। প্রয়োজনীয় নিরাপত্তায় সহায়তা করবে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস।