‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের ঐ সংগঠন নিষিদ্ধ করার প্রতিবাদে শনিবার (৯ আগস্ট) লন্ডনের ওয়েস্টমিনস্টারের পার্লামেন্টে বিক্ষোভ করেন সংগঠনের সমর্থকরা।
পুলিশের দাবি, বিক্ষোভের সময় নিষিদ্ধ সংগঠনের নাম লেখা প্ল্যাকার্ড বহনের অপরাধে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী আইন অনুসারে, নিষিদ্ধ এই সংগঠনের সদস্য হলে কিংবা এর পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করলে সর্বোচ্চ ১৪ বছরের সাজা হতে পারে।
আরও পড়ুন:
ইসরাইলের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের প্রতিবাদে প্যালেস্টাইন অ্যাকশনের কিছু সদস্য রয়্যাল এয়ার ফোর্সের একটি ঘাঁটিতে অনুপ্রবেশ করে কিছু উড়োজাহাজের ক্ষয়ক্ষতি করেছিলেন।
এর জেরে, গেলো জুলাই মাসে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়। যুক্তরাজ্যে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করে আসছে সংগঠনটি।