একদিকে প্রকৃতিতে শীতের আমেজ; অন্যদিকে দরজায় কড়া নাড়ছে মেরি ক্রিসমাস বা বড়দিন। যুক্তরাষ্ট্র থেকে জার্মানি, ইতালি থেকে স্পেন দেশে দেশে শুরু হয়েছে বড়দিন উদযাপনের আগাম প্রস্তুতি। শিশু থেকে বৃদ্ধ সবাই মেতেছে বড়দিনের আগাম আয়োজনে। অনেকে ব্যস্ত ব্যতিক্রমী উদযাপনের মাধ্যমে সকলকে তাক লাগিয়ে দিতে।
বরাবরের মতো এমনই একটি রেকর্ড সৃষ্টিকারী আয়োজন করেছেন উত্তর-পশ্চিম জার্মানির লোয়ার স্যাক্সনির রিন্টেলনের একটি বাড়ির বাসিন্দারা। সুসান এবং থমাস জেরোমিন নামে এক দম্পতি তাদের পুরো বাড়ি ৬২১ টি ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়েছেন।
বেডরুম থেকে ছাদের সিঁড়ি, বাড়ি সব অংশেই শোভা পাচ্ছে সুসজ্জিত ক্রিসমাস ট্রিগুলি। বৃহস্পতিবার রেকর্ড ইনস্টিটিউট ফর জার্মানি আরআইডি জানায়, একটি নির্দিষ্ট জায়গাকে সবচেয়ে বেশি ক্রিসমাস ট্রির মাধ্যমে সাজিয়ে নতুন রেকর্ড গড়েছে জেরোমিন পরিবার। সার্টিফিকেট হাতে পেয়ে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরাও।
আরও পড়ুন:
পরিবারের সদস্যদের একজন বলেন, ‘এটকে অনেকে পাগলামি বলতে পারে। কিন্তু আমার কাছে এটা দুর্দান্ত। জুন থেকে আমরা সাজসজ্জা শুরু করি। এগুলো দেখতে বিভিন্ন বয়সের মানুষের বাড়িতে আসে। তারা মুখভরা হাসি নিয়ে ফিরে যায়। এটা আমাকে স্বস্তি দেয়।’
আরেকজন বলেন, ‘আমাদের ক্রিসমাস বাড়িতে আপনাদের স্বাগতম। রেকর্ড ইনস্টিটিউট অব জার্মানি আমাদের রেকর্ডের স্বীকৃতি তুলে দিয়েছে। উচ্ছ্বাস প্রকাশের আর কোনো ভাষা নেই।’
এর আগেও একই রেকর্ডের মালিক ছিলেন জেরোমিন পরিবার। ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ছয়বার নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছেন তারা। সামনের দিনগুলোতে নতুন নতুন রেকর্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করে পরিবারটি।




