সংঘাত নিরসনে থাইল্যান্ডের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী কম্বোডিয়া

লঞ্চারের ওপর অবস্থান নেওয়া এক কম্বোডীয় সেনা
লঞ্চারের ওপর অবস্থান নেওয়া এক কম্বোডীয় সেনা | ছবি: রয়টার্স
0

থাইল্যান্ডের সঙ্গে চলমান সংঘাত নিরসনে আলোচনায় বসতে চায় কম্বোডিয়া। দুই দিনের রক্তক্ষয়ী সংঘাতে দুই পক্ষের ১০ জন নিহতের পর মঙ্গলবার একথা জানান কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা সুস ইয়ারা।

এদিকে, একই দিন রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে থাই পররাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত উত্তেজনা কমাতে উদ্যোগ নিতে হবে কম্বোডিয়াকেই। এছাড়া, দুই দেশকে সংঘাত পরিহার করে সংযত থাকার আহ্বান জানিয়েছে চীন। তবে থাই-কম্বোডিয়া সংঘাতে বিপর্যস্ত দুই দেশের সীমান্তবর্তী এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

আরও পড়ুন:

এরই মধ্যে ভয়ে-আতঙ্কে ঘর ছেড়েছে দুই দেশের লাখ লাখ বাসিন্দা। মঙ্গলবার ফাঁকা হয়ে যাওয়া থাই সীমান্তবর্তী গ্রামগুলোতে লুটপাট ঠেকাতে টহল বাড়ায় দেশটির পুলিশ। রোববার কম্বোডিয়ার হামলায় এক সেনা নিহতের জেরে দেশটির অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে বিমান হামলা চালায় থাই সেনাবাহিনী। তবে থাইল্যান্ডের বিরুদ্ধে শুরুতে হামলার অভিযোগ তোলে কম্বোডিয়া।

ইএ