আরও ভারী বৃষ্টি ও প্রাণঘাতী বন্যার শঙ্কায় এলাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন দুই দেশের লাখো মানুষ। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, ওয়াশিংটন রাজ্যের দুই নদীর উপকূলে দেখা দিয়েছে তীব্র বন্যা পরিস্থিতি, যা শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে।
আরও পড়ুন:
অঙ্গরাজ্যটি জুড়ে জরুরি পরিস্থিতি জারি করা হয়েছে এবং এক লাখ মানুষকে এলাকা খালি করার নির্দেশ দেয়ার প্রস্তুতি নিয়েছে প্রশাসন। প্রতিবেশী কানাডার ভ্যাঙ্কুভারে তীব্র বন্যায় প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। রয়েছে হিমবাহ ধসের শঙ্কা।





