এদিকে অস্ট্রেলিয়া থেকে সম্পূর্ণরূপে ইহুদি বিদ্বেষ দূর করার প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। এজন্য অস্ট্রেলিয়াবাসীর সমর্থনও প্রত্যাশা করেন তিনি।
বন্ডাই ট্রাজেডিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ঘটনাটির সুষ্ঠু তদন্ত নিশ্চিতে অস্ট্রেলিয়া সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।
আরও পড়ুন:
শুধু অস্ট্রেলিয়া নয়, বন্ডাইয়ের বন্দুক হামলার ছাপ পড়েছে যুক্তরাষ্ট্রেও। ইহুদিদের হানুক্কা উৎসব ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে নিউ ইয়র্কেও।
উল্লেখ্য, গতকাল (রোববার, ১৪ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সন্ধ্যায় বন্ডাই বিচের কাছেই একটি ব্রিজের ওপর থেকে লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে দুই বন্দুকধারী।





