সামরিক বাজেট ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: এখন টিভি
0

২০২৭ সালের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট ৫০ শতাংশ বাড়িয়ে দেড় লাখ কোটি ডলার করার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, চলমান অস্থিতিশীল ও বিপজ্জনক পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় সামরিক খাতে বাজেট বাড়ানো হচ্ছে। যার মাধ্যমে মার্কিন স্বপ্নের সামরিক বাহিনী গড়ে তোলা হবে। এ বাহিনী যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখবে।

আরও পড়ুন:

ট্রাম্প বলেন, ‘বন্ধু ও শত্রু সবার ওপর ব্যাপক হারে শুল্কারোপের রাজস্ব আয় হওয়ার কারণেই এই বাজেট বৃদ্ধি সম্ভব হয়েছে।’

সামরিক দিক থেকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশ যুক্তরাষ্ট্র।

এফএস