আরো ১৯ হাজার আফগান শরণার্থীকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান

পাকিস্তানে থেকে কান্দাহারে ফেরত আসা একটি আফগান পরিবার
পাকিস্তানে থেকে কান্দাহারে ফেরত আসা একটি আফগান পরিবার | ছবি: সংগৃহীত
0

আরো প্রায় ১৯ হাজার আফগান শরণার্থীকে দেশে ফেরত পাঠিয়েছে পাকিস্তান। জাতিসংঘের তথ্য বলছে, ৩০ এপ্রিলের মধ্যে আফগান শরণার্থীদের দেশ ছাড়ার নির্দেশ দেয়া হলেও নির্ধারিত সময়ের আগেই ফিরে গেছেন অন্তত ৮০ হাজার শরণার্থী।

তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তান থেকে পালিয়ে আসা অনিবন্ধিত শরণার্থীদের অস্থায়ীভাবে দেশ থাকার অনুমতি দেয় পাকিস্তান সরকার। কিন্তু জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও নাগরিক সেবা বাধাগ্রস্ত হওয়ায় এই শরণার্থীদের আর জায়গা দিয়ে চায় না শেহবাজ শরীফ প্রশাসন।

তালেবান সরকারের তথ্য বলছে, আগামী কয়েক মাসে ২০ লাখের মতো শরণার্থীকে ফেরত পাঠাবে পাকিস্তান। এ সব বিষয় নিয়ে আলাপ করতে গেল শনিবার কাবুল সফর করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

করাচির এমন সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানিয়েছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। বর্তমানে পাকিস্তানে বসবাসকারী আফগানের সংখ্যা প্রায় ৩৫ লাখ।

এরমধ্যে ২০২১ সালে তালেবান সরকারের উত্থানের পর পাকিস্তানে আশ্রয়ের জন্য আসেন প্রায় ৭ লাখ আফগান, যাদের অর্ধেকেরই বৈধ কাগজপত্র নেই।

এএইচ