স্কটল্যান্ডে ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল জনতা

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল স্কটল্যান্ড
ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল স্কটল্যান্ড | ছবি: এএফপি
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার দিনের সফরে স্কটল্যান্ডে অবস্থান করায় ক্ষোভ ঝাড়ছেন যুক্তরাজ্যের হাজার হাজার মানুষ। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে পরে একাধিকবার গাজা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও এতদিনে তার কোনো লক্ষণ না দেখায় মিথ্যাবাদী বলেও আখ্যা দিয়েছেন স্কটল্যান্ডের বিক্ষুব্ধ জনতা। এছাড়া বিশ্বজুড়ে শুল্ক আরোপেরও তীব্র সমালোচনা করেন তারা।

চার দিনের ব্যক্তিগত সফরে গতকাল (শনিবার, ২৬ জুলাই) যুক্তরাজ্যের স্কটল্যান্ডে গিয়ে বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পবিরোধী শ্লোগান- ‘ভেটো দ্য চিটো’ ধ্বনিতে উত্তাল হয়ে ওঠে স্কটল্যান্ডের অ্যাবারডিন এবং এডিনবার্গ এলাকা।

এসময় টি-শার্ট, প্ল্যাকার্ডেও ফুটে ওঠে ট্রাম্পবিরোধী অবস্থান। মার্কিন প্রেসিডেন্টকে বর্ণবাদী ছাড়াও আরও অনেক বিরুপ মন্তব্য করেন বিক্ষোভকারীরা। এডিনবার্গে থাকা মার্কিন কনস্যুলেটের বাইরে ছিলো সবচেয়ে বেশি ভিড়।

বিক্ষোভকারীদের মধ্যে একজন বলেন, ‘আমার মতে ট্রাম্প একজন ধর্ষক, বর্ণবাদী এবং ক্ষমতালোভী ব্যক্তি। তিনি বিশ্বকে সাহায্য করার জন্য অনেক কিছু করতে পারেন, কিন্তু তা না করে কেবল অর্থ আর নিজেদের নিয়ে ব্যস্ত।’

অন্য একজন বলেন, ‘আমরা চাই যুক্তরাষ্ট্রের মানুষ জানুক আমরা তাদের গণতন্ত্রের পক্ষে, কিন্তু আমরা সত্যিই চাই ট্রাম্পের মিথ্যাচার, বর্ণবাদ, ফ্যাসিবাদ বন্ধ হোক।’

যুক্তরাজ্যে ট্রাম্পের রাজনীতি বা মিথ্যাচারের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্টকে দেশে ফিরে যেতে বলেন স্কটল্যান্ডের বিক্ষুব্ধ জনতা।

স্কটল্যান্ডের একজন বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প, আপনি দয়া করে বাড়ি ফিরে যান। আপনার অর্থ, আপনার রাজনীতির এখানে কোনও প্রয়োজন নেই। আপনার মিথ্যাচারের কোনও প্রয়োজন নেই!’

অন্য একজন বলেন, ‘আমি এখানে কেবল সেইসব মানুষের প্রতি আমার সমর্থন জানাতে এসেছি, যারা আমার মতোই চিন্তা করে এবং ডোনাল্ড ট্রাম্পের সমস্ত কিছুকে ঘৃণা করে।’

গাজায় ইসরাইলি আগ্রাসন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানো নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায়ও ক্ষোভ ঝাড়েন হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ। এছাড়া বিশ্বজুড়ে শুল্ক আরোপেরও বিরোধীতা করেন তারা।

বিক্ষোভকারীদের মধ্যে একজন বলেন, ‘আমরা চাই তারা ফিলিস্তিনের জনগণের পক্ষে দাঁড়াক। আমরা চাই ইউক্রেনের জনগণের ভালো হয় এমন পদক্ষেপ নিক। বিশ্বজুড়ে ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে।’

শনিবার স্কটল্যান্ডে পৌঁছেই টার্নবেরিতে গল্ফ খেলতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ৪ দিনের সফরে বাণিজ্য ইস্যুতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরজুলা ফন ডার লাইয়নের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।

এসএস