নতুন মেয়র জোহরান মামদানিকে ‘কমিউনিস্ট পাগল’ বলে আক্রমণ ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প, জোহরান মামদানি
ডোনাল্ড ট্রাম্প, জোহরান মামদানি | ছবি: সংগৃহীত
1

নিউ ইয়র্ক সিটি ডেমোক্র্যাটিক মেয়র প্রাইমারিতে অভিবাসী মুসলিম প্রার্থী জোহরান মামদানি চমকপ্রদভাবে বিজয়ী হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে তার এক পোস্টে মামদানির রাজনীতি থেকে শুরু করে তার চেহারা ও কণ্ঠস্বর নিয়েও কটাক্ষ করেন।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ডেমোক্র্যাটরা সীমা অতিক্রম করেছে, একজন শতভাগ কমিউনিস্ট পাগলকে সামনে এনে।’

তিনি লিখেন, ‘আমরা আগেও উগ্র বামপন্থিদের দেখেছি, কিন্তু এবার বিষয়টি একেবারে হাস্যকর পর্যায়ে পৌঁছেছে।’

এখানেই থামেননি ট্রাম্প। তিনি মামদানির ব্যক্তিত্ব নিয়েও কটূক্তি করে লেখেন, ‘তার চেহারা ভয়ানক, কণ্ঠস্বর কর্কশ, খুব একটা বুদ্ধিমানও নয়। এমনকি আমাদের মহান ‘ফিলিস্তিনি’ সিনেটর, কাঁদুনে চাক শুমারও তার পেছনে লেজুরবৃত্তি করছেন।’

অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি একজন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক। যিনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গত ২৪ জুন অনুষ্ঠিত ডেমোক্রেটিক প্রাইমারিতে নিউ ইয়র্ক সিটির মেয়র পদে মনোনয়ন পেয়ে তিনি ইতিহাস গড়েছেন। তার এই বিজয় নিউ ইয়র্কের রাজনীতিতে বামপন্থিদের নতুন জোয়ার হিসেবে দেখা হচ্ছে যা জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের মত।

ট্রাম্পের এ মন্তব্য এরই মধ্যেই রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

এসএস