পুলিশ জানিয়েছে, রিসার্চ বুলেভার্ডের ওই টার্গেট শোরুমের পার্কিং লটে গুলিবর্ষণ ঘটেছে। স্থানীয় সময় বিকেল ২টা ১৫ মিনিটে প্রথমবারের মতো জরুরি কল পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বন্দুকধারী একজন শ্বেতাঙ্গ পুরুষ। যিনি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলে জানা গেছে। তিনি খাকি শর্টস ও হাওয়াইয়ান ফুলের শার্ট পরেছিলেন। ঘটনার পর ওই ব্যক্তি একটি গাড়ি চুরি করে পালানোর চেষ্টা করেন। পরে গাড়ি দুর্ঘটনায় পতিত হলে আরেকটি গাড়ি চুরি করে পালানোর সময় তাকে পুলিশ গ্রেপ্তার করে।
আরও পড়ুন:
ঘটনায় তিনজন নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের মধ্যে একজনকে চিকিৎসা দেয়া হয়েছে। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি, কারণ পুলিশ তাদের পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করছে।
অস্টিন পুলিশ প্রধান লিসা ডেভিস বলেন, ‘এটি আমাদের শহরের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানাই এবং তদন্তে সকল তথ্য সংগ্রহ করে দ্রুত সুষ্ঠু বিচার নিশ্চিত করব।’
এ ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রে এখন প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। ২০২৫ সালের শুরু থেকে জুলাই শেষ পর্যন্ত দেশটিতে অন্তত ২৬৮টি শুটিংয়ের ঘটনা ঘটেছে। যাতে ২৬২ জন নিহত এবং এক হাজার ১৬১ জন আহত হয়েছেন।
সম্প্রতি নিউ ইয়র্কের ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এনওয়াইপিডি পুলিশ অফিসার দিদারুল ইসলাম। দায়িত্ব পালনকালে এক বন্দুকধারীর গুলিতে তিনিসহ চারজন প্রাণ হারান। পরে ঘাতক নিজে আত্মহত্যা করে।