গুলিতে আহত ব্যবসায়ীর নাম জাহিদুল ইসলাম নান্টু। তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তার শরীরের পেট ও হাত গুলিবিদ্ধ হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নান্টু বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ফল কিনছিলেন। কেনাকাটা শেষে গাড়িতে উঠার সময় দুই যুবক তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এসময় দ্রুত গাড়িতে উঠে পড়েন তিনি। পরে সেখান থেকে গাড়ি করে খানপুর হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার শরীরের দুটি গুলি লেগেছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করেছে।