হত্যা মামলার রায় ঘোষণার একদিন পর পলাতক আসামি গ্রেপ্তার

রায় ঘোষণার একদিন পর পলাতক আসামি গ্রেপ্তার
রায় ঘোষণার একদিন পর পলাতক আসামি গ্রেপ্তার | ছবি: এখন টিভি
0

হত্যা মামলার রায় ঘোষণার একদিন পর পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানী ডেমরার মাতুয়াইল আশ্রাফ আলী রোড এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি হাবিবুল্লা মিয়াকে (৩৪) গ্রেপ্তার করা হয়। আজ (শুক্রবার, ২ মে) বিকেলে র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ রায় ঘোষণা করেন। রায়ে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

২০১৯ সালের ৩১ মে পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জে আড়াইহাজারের সেন্দী এলাকার রুস্তম আলীর ছেলে শামীম (৩০) ও হাবিবুল্লাহ (৩৪) দুই ভাই মিলে স্বপন (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করে।

নিহত স্বপন আড়াইহাজরের কাহেন্দী এলাকার মৃত রহম আলী ছেলে। পরে নিহতের বোন জাহানারা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সেজু