গ্রেপ্তার ওই প্রকৌশলী চাঙ্গিনী এলাকার সুলতান আহম্মদের ছেলে। তিনি কুসিকের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর যুবলীগের বহিস্কৃত যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেনের ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গত বছরের ৫ আগস্টের পর সদর দক্ষিণ ও কোতয়ালী মডেল থানায় দু’টি মামলা হয়। এসব মামলায় তিনি এজাহার নামীয় আসামি। তবে দুটি মামলায় আসামি হলেও তিনি কর্মস্থলে নিয়মিত অফিস করতেন। এছাড়াও নগরীর ১১ নং ওয়ার্ডে কাউন্সিলরদের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরো জানান, তোফাজ্জল হোসেন ২০২০ সালের ১০ জুলাই চাঙ্গিনী এলাকায় ব্যবসায়ী আক্তার হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তবে তিনি ওই মামলায় জামিনে আছেন। আজ (সোমবার, ৯ জুন) সকালে তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে সোপর্দ করা হবে।