সাবেক সিইসি ও এমপিসহ আওয়ামী লীগ-অঙ্গসংগঠনের ৮ জন গ্রেপ্তার

ডিএমপির লোগো
ডিএমপির লোগো | ছবি: সংগৃহীত
2

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা বিঘ্ন এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গতকাল (রোববার, ২২ জুন) রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ (সোমবার, ২৩ জুন) ডিএমপি ও ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা (৭৯), মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব (৫৫), ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মো. তরিকুল ইসলাম (৩৮), সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন (৪৬), ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মওলা (৬২), ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহায়াব (৫৮), ২৫ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু (৪৩), আওয়ামী লীগের ৯২ নম্বর ওয়ার্ডের সহ-দপ্তর সম্পাদক জাকির হোসেন আলী (৬১)।

আরো পড়ুন:

পুলিশ জানায়, উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করে স্থানীয় থানা পুলিশ। তেজগাঁওয়ের মনিপুরীপাড়া থেকে ফয়সাল বিপ্লব, শনির আখড়া থেকে তরিকুল ইসলাম, নবাবগঞ্জ থেকে সাবিনা আক্তার তুহিন, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মনিরুল মওলা, কলাবাগান থেকে আব্দুল ওহায়াব, মিরপুর থেকে মেহেদী হাসান বাবু ও পল্লবী এলাকা থেকে জাকির হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়।

ডিবির একাধিক টিম এসব অভিযানে অংশ নেয়। তাদের সবার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, তারা সংঘবদ্ধভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এনএইচ