এক সূত্রে জানা যায়, শাহপরানকে বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কুমিল্লার বুড়িচং থেকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের পর ঢাকায় প্রেস ব্রিফিং করে ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কথা জানানো হয়।
কোর্ট পরিদর্শক সাদেকুর রহমান বলেন, ‘তাকে আদালতে আনা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা আগামীকাল রিমান্ড আবেদন করবেন।’
এর আগে, গত ২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর গ্রামে ওই নারীকে নির্যাতন, নিপীড়ন ও শ্লীলতাহানি করে সে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেন।
মামলার প্রধান আসামি ফজর আলী গ্রেপ্তার হলেও এখন পুলিশ হেফাজতে থেকে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে আসামি ফজর আলীর ছোট ভাই, পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি শাহপরান ছাড়াও এ মামলার চার আসামি কারাগারে রয়েছেন। তাদের ৩ দিনের রিমান্ড চলছে। চার আসামি হলেন— সুমন, রমজান, আরিফ ও অনিক।