গোপালগঞ্জে সংঘাতে শিশুদের গ্রেপ্তারে শিশু আইন প্রয়োগে তদন্তের নির্দেশ হাইকোর্টের

হাইকোর্ট
হাইকোর্ট | ছবি: সংগৃহীত
0

গোপালগঞ্জে সংঘাতের ঘটনায় শিশুদের গ্রেপ্তারের ক্ষেত্রে শিশু আইন সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কি না, তা তদন্তের জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে শিশু আইন প্রয়োগে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়— তা জানতে রুল জারি করেছেন আদালত।

আজ (রোববার, ২৭ জুলাই) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন্নাহার সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অভিযোগ আছে সম্প্রতি গোপালগঞ্জে এনসিপির সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অন্যরা প্রথমে হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে ৫ জন নিহত হয়, আহতও হয় অনেকে। 

এ ঘটনায় করা মামলায় প্রায় তিনশো আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ৯ শিশু থাকার খবর গণমাধ্যমে প্রকাশ হলে তা তুলে ধরে আদালতে রিট করেন দুই আইনজীবী উৎপল বিশ্বাস ও আবেদা বুলবুল। এসব শিশুদের গ্রেপ্তারে শিশু আইন যথাযথভাবে মানা হয়নি বলে চ্যালেঞ্জ করেন তারা। 

এ রিটের প্রাথমিক শুনানিতে আদালতে বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৫ নভেম্বরের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে।

এসএইচ