আজ (রোববার, ২৭ জুলাই) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন্নাহার সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
অভিযোগ আছে সম্প্রতি গোপালগঞ্জে এনসিপির সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অন্যরা প্রথমে হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে ৫ জন নিহত হয়, আহতও হয় অনেকে।
এ ঘটনায় করা মামলায় প্রায় তিনশো আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ৯ শিশু থাকার খবর গণমাধ্যমে প্রকাশ হলে তা তুলে ধরে আদালতে রিট করেন দুই আইনজীবী উৎপল বিশ্বাস ও আবেদা বুলবুল। এসব শিশুদের গ্রেপ্তারে শিশু আইন যথাযথভাবে মানা হয়নি বলে চ্যালেঞ্জ করেন তারা।
এ রিটের প্রাথমিক শুনানিতে আদালতে বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৫ নভেম্বরের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে।