কদমতলীতে কলেজছাত্র হত্যা মামলা: ইনু, মেনন ও পলককে গ্রেপ্তার দেখানো হলো

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত | ছবি: সংগৃহীত
0

ঢাকার কদমতলী থানার কলেজ শিক্ষার্থী মাহাদী হাসান পান্থ হত্যা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ (সোমবার, ৪ আগস্ট) সকালে এ তিনজনকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে তারা বিভিন্ন থানার একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

এনএইচ