বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ এ সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
আজ সকালে এ মামলায় গ্রেপ্তার কন্সটেবল সুজনসহ ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ৮ আসামির মধ্যে শাহবাগ থানার বরখাস্ত সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম গ্রেপ্তার আছেন।
আরও পড়ুন:
এছাড়া পলাতক আছেন ডিএমপির বরখাস্ত সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
শেখ হাসিনার মামলার পর জুলাই গণঅভ্যুত্থানের কোনো মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হওয়া দ্বিতীয় মামলা এটি।