সোমবার (২৭ অক্টোবর) আইনজীবী আবদুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হয়েছে।
একইসঙ্গে আইনজীবী তানভীর আহমেদ এ বিষয়ে আরেকটি রিট দায়ের করেছেন। রিটে মেট্রোরেলের রক্ষণাবেক্ষণ সঠিকভাবে তদারকির জন্য একটি উচ্চমানের কমিটি গঠনের নির্দেশনা চেয়েছে। একইসঙ্গে ফ্লাইভওভারের রক্ষণাবেক্ষণের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে বিগত দিনে যেসব দুর্ঘটনা ঘটেছে তার একটি চিত্র উচ্চ আদালতে শুনানিতে তুলে ধরার কথা বলেছেন আইনজীবী।
রোববার ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়লে আবুল কালাম নামে একজন নিহত হন। আহত হন দুজন। এ ঘটনার প্রেক্ষিতে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের বিষয়টি রিটে তুলে ধরা হয়েছে৷ হাইকোর্টে রিটকারি আইনজীবীরা তাদের আবেদনের উপর শুনানি করেছেন।





