২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তৎকালীন আওয়ামী লীগ সরকার যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছিল, তার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
ওই সময় হাসানুল হক ইনুর নির্বাচনি এলাকা কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় একটি মামলা হয়। তাতে একমাত্র আসামি হিসেবে তার বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন:
এর মধ্যে রয়েছে আন্দোলনকারীদের ওপর হামলায় উস্কানি দেয়া, শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ দেয়া, কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ দেয়া ইত্যাদি।
এ মামলার অষ্টম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয় ক্যামেরা ট্রায়ালে।
এদিকে একই ট্রাইব্যুনালে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের অবশিষ্ট জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা।
সকালে এ সকল মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।





