বাজারে ঊর্ধ্বমুখী মৌসুমি সবজি ও মাছের দাম

সবজি ও মাছের বাজার | ছবি: এখন টিভি
0

রাজধানীর বাজারে মৌসুমি সবজি থেকে শুরু করে মাছ; প্রায় সবকিছুরই দাম বেড়েছে। প্রকারভেদে মাছের দাম কেজিতে বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। আর সবজির দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। তবে মাংসের দামে তেমন কোনো পরিবর্তন হয়নি।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারে ক্রেতা সমাগম বেশি। তবে বেশিরভাগ সবজির দাম বেড়েছে। দুই সপ্তাহের ব্যবধানে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়তি দরে কিনতে হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে বাজারে ক্রেতার উপস্থিতি বেশি থাকলেও দাম বৃদ্ধির কারণে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দুল ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বরবটি ও কাঁকরোল ৮০ থেকে ১০০ টাকা, বেগুন ১০০ থেকে ১১০ টাকা পর্যন্ত উঠেছে। বিক্রেতারা বলছেন, ঈদের পর সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে।

বিক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘দাম আগের মতোই আছে। শুধু দুই তিনটা পণ্যের দাম বাড়ছে।’ ক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘বর্ষাকাল থাকার কারণে সবকিছুর দাম বেশি।’

মাছের বাজারেও চড়া দাম লক্ষ্য করা গেছে। কারওয়ান বাজারে প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়, চাষের কই বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। বড় মাছের ক্ষেত্রে এক কেজি ৩০০ থেকে ৪০০ গ্রাম মাছ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকা কেজিতে।

বিক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘দাম বর্তমানে অনেক বেশি। এই যে এক কেজি ৩০০ থেকে এক কেজি ৪০০ গ্রাম মাছ বিক্রি করছি দুই হাজার ৬০০ টাকা কেজি।’

ক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘আজকে মাছের দাম একটু চড়া। আর মুরগির দামও চড়া।’

চালের বাজারেও কিছুটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। মিনিকেট বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮০, আটাশ চাল ৫৫ থেকে ৫৮ এবং নাজিরশাইল ৭৮ থেকে ৮০ টাকায়।


এসএস