কুষ্টিয়ায় বেড়েছে শাকসবজির দাম

সবজির বাজার
সবজির বাজার | ছবি: এখন টিভি
0

টানা বৃষ্টিতে কুষ্টিয়ায় বেড়েছে শাকসবজির দাম। সরবরাহ কমে ক্রেতা সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দর বেড়েছে বাজারে। আজ (শুক্রবার, ৮ আগস্ট) কুষ্টিয়া পৌর পাইকারি বাজারে চাহিদার তুলনায় সবজির আমদানি কম।

বিক্রেতারা বলছেন, মাসজুড়ে প্রতিদিন বৃষ্টি থাকায় ফসলের ফুল-ফল নষ্ট হয়ে উৎপাদন কমেছে। পাশাপাশি সাপ্তাহিক ছুটির বাজার হওয়ায় ক্রেতা বেশি থাকায় দাম বাড়তি।

পাইকারি বাজারে গেল সপ্তাহে করল্লা ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হলেও আজ বাজারে প্রতি কেজি বিক্রি হয়েছে ৮০ টাকায়। পটল ৫০ টাকা, বেগুন ৮০ টাকায় বিক্রি হলেও আজ কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে।

লাল শাক ৪০ থেকে ৫০টাকা, পেঁপে ৩০ টাকা, লাউ ৫০ টাকা, কচু ৩০ টাকা, কাঁচামরিচ ১৫০ টাকা, পেঁয়াজ ৭০ টাকা, রসুন ১২০ টাকা। এছাড়া ফুলকপি ৬০টাকা, ঝিঙ্গা ৬০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে দামদর স্থিতিশীল হতে ও সরবরাহ বাড়তে প্রায় মাসখানেক সময় লাগবে বলছে সবজি বিক্রেতারা।

এসএস